অনেকেরই ইচ্ছে থাকলেও গঙ্গাসাগরে যাওয়া হয়ে ওঠেনি। এই পরিস্থিতিতে দিঘার সমুদ্রে পুণ্যস্নানে মাতলেন পর্যটকরা। এ যেন অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সব সৈকতেই উৎসাহিত জনতার ভিড় ছিল চোখে পড়ার মত। কেবল বাইরের পর্যটকরাই নয় পার্শ্ববর্তী এলাকার মানুষজনও এদিন ভিড় জমিয়েছিলেন দিঘার সমুদ্রে পুণ্যস্নান করতে।
অনেকেরই ইচ্ছে থাকলেও গঙ্গাসাগরে যাওয়া হয়ে ওঠেনি। এই পরিস্থিতিতে দিঘার সমুদ্রে পুণ্যস্নানে মাতলেন পর্যটকরা। এ যেন অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সব সৈকতেই উৎসাহিত জনতার ভিড় ছিল চোখে পড়ার মত। কেবল বাইরের পর্যটকরাই নয় পার্শ্ববর্তী এলাকার মানুষজনও এদিন ভিড় জমিয়েছিলেন দিঘার সমুদ্রে পুণ্যস্নান করতে। এদিকে পর্যটকদের এই ভিড় সামলাতে তৎপর ছিল প্রশাসনও। ঘাট গুলিতে বাড়ান হয়েছিল পুলিশ পাহাড়া। দিঘার মত তাজপুর ও মন্দারমণিতেও মকর সংক্রান্তির দিন সমুদ্রস্নান করতে ভিড় জমান অনেক উৎসাহী পর্যটক।