এ যেন উলটপুরাণ! খোদ দলনেত্রীর যখন টুইট করে সম্প্রীতির বার্তা দিলেন, তখন খোদ পরিবহণমন্ত্রী বিধানসভা এলাকায় সাড়ম্বরে চলল রামের পুজো! আর এই পুজোর পৃষ্ঠপোষকতা করলেন খোদ শাসকদলের পঞ্চায়েত প্রধান। বুধবার স্থানীয় রেয়াপাড়া এলাকার রাম মন্দিরে পুজো দেন নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর। এরপর টেঙ্গুয়া এলাকায় গিয়ে যজ্ঞে আহুতি দেন তিনি। দলের নির্দেশ উপেক্ষা করলেন কেন? শাসকদলের পঞ্চায়েত প্রধানের সাফ কথা, তিনি সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করেন। সেই বিশ্বাস থেকে রামের পুজো অংশ নিয়েছেন।