Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়

Nadia Latest News Today: নদিয়ার (Nadia) চাপড়ায় (Chapra) তিন যাত্রীঠাসা টোটোর সঙ্গে সংঘর্ষ হয় এক স্করপিওর। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে কয়েকজনকে বাঁচানো যায় না। আহতদের মধ্যে দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, স্করপিওর চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। ঘটনার তদন্ত পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে।

03:34Amritsar Latest Update : প্রমাণ CCTV-তে, অমৃতসরের মন্দিরে মধ্যরাতে হামলা, তদন্তে পুলিশ04:19‘West Bengal-এ রাজনীতির নামে কলুষতা করা হচ্ছে!’ TMC-BJP-কে একহাত নিলেন Sujan Chakraborty02:43Nadia News: মেয়েকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এই পরিণতি করল বাবা! আতঙ্কে Nadia-র ধুবুলিয়া এলাকা05:23ট্রেন হাইজ্যাকের ঘটনায় ভারতকে দোষারোপ পাকিস্তানের, যোগ্য জবাব দিলেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ03:29Nadia News: ফুলের মতো মেয়ের সঙ্গে এইরকম করল বাবা, মায়ের কাছে ভয়ঙ্কর স্বীকারোক্তি বাবার, আতঙ্ক এলাকায়03:11দোলযাত্রাতে 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ায় হিন্দুদের উপর আক্রমন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে03:46Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়06:58Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari04:06‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari