North 24 Parganas News: আম বাগানের ভিতর থেকে তিনটি লোহার বাঙ্কার উদ্ধার করে বিএসএফ (BSF)। ঘটনাটি ঘটেছে নদীয়ার (Nadia) কৃষ্ণগঞ্জ (Krishnagunj) থানার মাজদিয়া এলাকায়। বাঙ্কারের ভিতর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার ফেনসিডিল (Phensedyl)। প্রাথমিক অনুমান বাংলাদেশে পাচারের জন্যই মজুত করা হচ্ছিল এই ফেনসিডিল। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বিএসএফ।