উত্তর দিনাজপুরে গিয়েছিলেন বিহারের পুলিশ ইন্সপেক্টর। সেখানে একজন আসামীকে ধরতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই মৃত্যু হল ইন্সপেক্টর অশ্বিনী কুমারের। গোয়ালপোখর থানার পান্তপাড়া গ্রামের ঘটনা। দুষ্কৃতীদের বিরুদ্ধে তাঁকে খুনের অভিযোগ উঠেছে। তাঁদের সঙ্গে ছিল গ্রামবাসীরাও। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।