বৃহস্পতিবার বেহালায় প্রচারের কথা ছিল মিঠুন চক্রবর্তীর। বেহালার বিজেপি প্রার্থী পায়েল সরকার এবং শ্রাবন্তীর সঙ্গে প্রচারের কথা ছিল তাঁর। পরে মহাগুরুর প্রচারের জন্য মেলেনি অনুমতি। বাধ্য হয়েই বাতিল করতে হয় সমস্তটাই। সেখানে প্রচার বাতিল হয়েছে তাতে কি, পরে টালিগঞ্জে বাবুলের সঙ্গে প্রচার শুরু করেন মহাগুরু। সেই প্রচারে গিয়েই বিজেপির জয় নিয়েও স্পষ্ট ইঙ্গিত দেন মহাগুরু। তিনি জানান, তিন দফায় নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে কার জয় হবে।