'নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান', এখন একরকম এই কথাই যেন ভুলতে বেসেছে ভারত। আর তাতেই একরকম ইন্ধন জোগাচ্ছে শঙ্করাচার্য পরিষদ। হিন্দু রাষ্ট্র গঠনের দাবিতে দেশ জুড়ে সম্মেলন করছে শঙ্করাচার্য পরিষদ। ৮ জানুয়ারি তাদের সম্মেলন অনুষ্ঠিত হবে তপন থিয়েটারে। এরপরে ১৩ এপ্রিলে ৫ লক্ষ মানুষকে নিয়ে একটি মহা পঞ্চায়েতের ডাক দিয়েছেন তারা,এমনটাও শোনা গেল তাঁর মুখে। সেই সঙ্গেই জানালেন পাকিস্তান মুসলিম রাষ্ট্র, আর এবার ভারত হবে হিন্দু রাষ্ট্র। তিনি জানালেন ভারত থেকে মুসলিমদের যেতে তিনি বলছেন না তবে পাকিস্তানে হিন্দুরা যেমন মর্যাদা পায় তেমনই এদেশে মুসলিমরা মর্যাদা পাবে বলেও তিনি জানান।