একের পর এক হামলার অভিযোগ উঠে আসছে। বুধবার দিলীপ ঘোষের উপর হামলা হয়। পরের দিনই মহিষাদলের বিজেপি প্রার্থীর উপর হামলা। বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ । অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। প্রাণঘাতী হামলার অভিযোগ আনলেন তিনি। ঘটনার পাল্টা জবাব দিয়েছেন মহিযাদলের তৃণমূল প্রার্থী। বিজেপি এই পরিস্থিতির সৃষ্টি করছেন। এমনটাই বলতে শোনা গেল তাঁকে।