চতুর্থ দফা নির্বাচনের প্রচারের শেষ দিনে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছিল হাওড়া ডোমজুড়ে। ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চলে প্রচার। সেই মিছিলেই বিজেপি কর্মীদের উপর চলে হামলা। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্য করে পুলিশ। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। চতুর্থ দফা নির্বাচনেও অশান্তির আঁচ মিলছে এর থেকেই।