দ্বিতীয় দফা নির্বাচনে জেলায় জেলায় উত্তেজনা। একদিকে উত্তপ্ত নন্দীগ্রাম। একরকম রণক্ষেত্রের চেহারা নিয়েছে নন্দীগ্রাম। অন্যদিকে চন্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। দ্বিতীয় দফায় সেখানেই ভোট রয়েছে রয়েছে সেখানেও। সেখানেই তাঁর উপর হামলার অভিযোগ। ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ি। ঘটনায় অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সেখানকার পরিস্থিতি ভালো নেই জানালেন সোহম।