আরামবাগের আরান্ডিতে রিগিং-এর অভিযোগ। মহিলা ভোটারদের পুকুরে ধাক্কা মারার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান সুজাতা। লোকজন নিয়ে গ্রামের ভিতরে ঢোকেন। পাল্টা প্রতিরোধ বিজেপি সমর্থকদের। সুজাতার বিরুদ্ধে শাসানির অভিযোগ বিজেপি-র। ঘরে ঘরে ঢুকে সুজাতা শাসানি দিয়েছেন। এমনই অভিযোগ করে স্থানীয় বিজেপি সমর্থকরা। বিজেপি সমর্থকরা বাঁশ নিয়ে তাড়া করে। জমির আল ধরে ছুটে পালান সুজাতা। পরে বিজেপি-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনেন তিনি।