সস্ত্রীক ভোট দিলেন বিমল গুরুং। ২০১৭ সালের সশস্ত্র আন্দোলনের পর তার নাম ভোটাল তালিকা থেকে কেটে দেওয়া হয়েছিল। পাহাড়ে প্রত্যাবর্তনের পর ফের কীভাবে তার নাম ভোটার তালিকায় উঠল তা নিয়ে রাজনৈতিকমহলে সমালোচনা শুরু হয়েছে। বিমল গুরুং সহ তার স্ত্রী আশা গুরুং ও পুত্রেরও নাম ভোটাল তালিকা থেকে কেটে দিয়েছিল নির্বাচন কমিশন