একদিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা। অন্যদিকে একই দিনে বিজেপির হেস্টিংস অফিসে শপথ নিলেন বিজেপি কর্মীরা। বাংলাকে হিংসার হাত থেকে বাঁচানোর শপথ নিলেন তাঁরা। সেখানে তাঁদের শপথবাক্য পাঠ করালেন দিলীপ ঘোষ। সেখানে তাঁদের সঙ্গে একই সঙ্গে শপথ নিতে দেখা গেল জেপি নাড্ডাকেও। নির্বাচন পরবর্তী যে হিংসা শুরু হয়েছে রাজ্যে, তার জেরেই এখন উত্তপ্ত গোটা বাংলা। এই বাংলাকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে তারা শপথ নেন সেখানে।