ইতিমধ্যেই ৪ দফা নির্বাচন হয়ে গিয়েছে বাংলায়। এই নির্বাচনে অশান্তির ছবি বারবারই ধরা পড়েছে। মানুষের গণতন্ত্রিক অধিকার নিয়েও বারবার উঠেছে সওয়াল। এক রকম প্রশ্নের মুখেই এখন দাঁড়িয়ে রয়েছে গণতন্ত্র। সেই ভোটে চলেছে কারচুপিও। ভিডিওই প্রকাশ্যে আসতে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। কোথায় এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এই ছবিই বারবার জানান দিচ্ছে গণতন্ত্র যেন এখন হারাতে বসেছে বাংলায়, এ যেন তারই স্পষ্ট নিদর্শন।