নির্বাচনের আবহে উত্তপ্ত রাজনৈতিক মহল। প্রতিনিয়ত উঠে আসেছে রাজনৈতিক দলের সংঘাতের ছবি। ফের এমনই ঘটনার ছবি দেখা গেল চেতলায়। বৃহস্পতিবার রাতে ধুন্ধুমার চেতলায়। ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তাঁরই ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তৃণমূল কর্মীরাই ব্যনার ছেঁড়ে বলে অভিযোগ বিজেপির। ব্যানার ছেঁড়ার কারণে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। পরে তৃণমূলের মুখোমুখি হয় বিজেপি। তার পরেই সংঘর্ষ শুরু হয়। শুরু হয় একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি। সেখানে একাধিক গাড়িও ভাঙচুর হয়।