শুক্রবার মধ্যমগ্রামে অমিত শাহ -র রোড শো। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে সেখানে ভিড় জমায় অসংখ্য মানুষ। তার জেরেই ব্যাপক যানজট হয় মধ্যমগ্রাম চৌমাথা মোড়ে। সেখানেই বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে সবার উদ্দেশে পদ্মে ছাপ দেওয়ার ডাক দেন শাহ। সবার উদ্দেশে সভার শেষ হলে বাড়ি গিয়ে ৫০ জনকে ফোন করে পদ্মে ছাপ দেওয়ার কথা বলেন তিনি। তবেই বাংলায় আসবে মোদী সরকার, বললেন অমিত শাহ।