২ মে রাজ্যে ভোটের ফল ঘোষণা হয়েছে। রাজ্যে ফের জয় হয়েছে তৃণমূলের। বিজেপি -কে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। সেই জয়েরই আনন্দে মাতলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। নিজের বাড়িতেই কেক কেটে দলের জয়ের আনন্দে মাততে দেখা গেল। তাঁর সঙ্গে ছিল তাঁর পরিবারের এক খুদে সদস্যও। দুজনে মিলেই কাটলেন কেক। সেই সঙ্গেই চলল দুজনের খুনসুটিও। সব মিলিয়ে জয়ের আনন্দে মজে রয়েছেন এখন দেব। ভোটেরদের ধন্যবাদ জানিয়ে তিনি ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন।