'শাহি' বিমানে রাজধানীতে পাড়ি। উচ্ছসিত বৈশালী থেকে রাজীব-রথিনরা। বিজেপিতে যোগদানের উদ্দেশ্যে রাজধানী পাড়ি তাঁদের। সেখানে গিয়েই বিজেপির পতাকা তুলে নেবেন হাতে। শুক্রবার রাজ্য সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। রবিবারের ডুমুরজলায় ছিল বিজেপির সভা। সেখানেই বিজেপিতে যোগদানের কথা ছিল তাঁদের। দিল্লির বিস্ফরণে তা বাতিল হয়ে যায়। তাই রাজধানীতে গিয়েই দলে যোগ দিচ্ছেন তাঁরা।