সুরুচি সংঘ ক্লাবে দীর্ঘক্ষণ ধরে চলছিল এই মিটিং। অবশেষে দল না ছাড়ার সিদ্ধান্ত জিতেন্দ্র তিওয়ারির। দিদির সঙ্গ ছাড়ছেন না, দলেই থাকছেন তিনি। অবশেষে দল না ছাড়ার সিদ্ধান্ত তাঁর। ইস্তফা দিলেও তা আবার ফিরিয়ে নিলেন তিনি। জানালেন সবার সঙ্গে মিলিই তিনি কাজ করবেন। বিজেপিতি যাওয়ার কথা তিনি কখনই ভাবেননি। এই কথাও বলতে শোনা গেল তাঁকে। পাশাপাশি তিনি আরও জানালেন, আমার ব্যবহারে দিদি দুঃখ পেয়েছেন। আমি দিদিকে দুঃখ দিয়ে থাকতে পারবো না, ক্ষোভের কিছু নেই তৃণমূল কংগ্রেস থেকে বেরোলাম না।