দফায় দফায় চলছে রোড শো। তৃণমূল থেকে বিজেপি কোনও দলই পিছিয়ে নেই প্রচার। প্রচারের জন্য রাজ্যে বারবার দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। গোপালপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। তাঁরই সমর্থনে রোড শো করলেন জেপি নাড্ডা। বাগুইআটি থেকে নাগেরবাজার পর্যন্ত চলে রোড শো। সুভাচন্দ্র বসুর মূর্তিতে মালা পরিয়ে শুরু হয় রোড শো। অসংখ্য বিজেপি সমর্থকরা অংশগ্রহণ করেন। ঢাক বাজিয়ে চলে সেখানে রোড শো।