গরুর গাড়ির পর এবার নৌকায় ভোটের প্রচার। ভোটের প্রচার করলেন লকেট চট্টোপাধ্যায়। নৌকায় চেপে তিনি হাত পাখায় খেলেন হাওয়া। সেই হাতপাখায় দেখা গেল পদ্ম ছাপ। সব মিলিয়ে এক অভিনব প্রচার সারলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দলের অন্যান্য সদস্যরাও। চুঁচুড়া জেটি ঘাট থেকে ডানলপ ঘাট পর্যন্ত চলে তাঁর নৌকা ভ্রমণ। এই নৌকা ভ্রমণের মধ্যে দিয়ে জনসংযোগ স্থাপন করলেন তিনি। নৌকা ভ্রমণের মাঝেই তাঁকে দেখা গেল সাধারণ মানুষকে দেখে হাত নাড়তেও। সব মিলিয়ে দ্বিতীয় দফা ভোটের আগে জোর কদমে চলছে বিজেপির প্রচার।