মুখ্যমন্ত্রীর তৃতীয়বারের শপথ গ্রহণের সময়, পাড়ার মোড়ে দাঁড়িয়ে শঙ্খ বাজিয়ে সম্ভাষণ জানালেন পাড়ার মহিলারা। মুখ্যমন্ত্রী হিসাবে আরও একবার শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে গিয়ে শপথ নেন তিনি। সেই সময়েই আনন্দে মাততে দেখা যায় তাঁর সমর্থকদের। আবির খেলা থেকে মিষ্টিমুখ সবটাই চলতে থাকে। শঙ্খধ্বনিও শোনা যায় তাঁর শপথ গ্রহণের সময়।