প্রায় প্রতিদিনই বাংলায় প্রচারে দেখা যাচ্ছে মিঠুনকে। বৃহস্পতিবার বাবুল সুপ্রিয়র সঙ্গে প্রচার করেন তিনি। তার পরের দিনই পার্নো মিত্রর সঙ্গে প্রচারে মহাগুরু। বরাহনগরে পার্নো মিত্রর সঙ্গে চলল তাঁর রোড শো। বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রের সমর্থনে ৩ কিলোমিটার রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। এই রোড শো শুরু হয় বরাহনগর সিঁথির মোড় থেকে শেষ হয় ডানলপে। মিঠুন চক্রবর্তীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু'ধারে ছিল অসংখ্য মানুষের ভিড়।