বাংলায় একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনের জন্যই বারংবার তাঁর বাংলায় আগমন ঘটছে। ২৪ মার্চ কাঁথিতে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মঞ্চে দাঁড়িয়েই দিদিকে বিঁধলেন মোদী। দিদির বহিরাগত তকমার সাফ জবাব দিলেন তিনি। জানালেন, আমরা সবাই এদেশের সন্তান। সেই সাধারণ মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতিও দিলেন মোদী। জানালেন বাংলায় ডবল ইঞ্জিন সরকার আসলে বাংলার উন্নতি হবেই। জনসাধারণের কথা ভেবেই তাঁরা তাদের ইস্তাহার পেশ করেছেন, যাতে বাংলার উন্নয়ন হবে।