চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচির হাড়হিম করা ছবি দেখে ছিল গোটা বাংলা। সেখানেই মৃত্যু হয়েছিল ৫ জনের। সেই শীতলকুচিরই ভয়াবহতার ছবি এবার প্রকাশ্যে। সেখানেই দেখা গেল চেষ্টা চলছে বুথ দখলের। আধা সেনার উপরে হামলা চলতে দেখা গেল। সশস্ত্র বহিরাগতদের হামলা চলার ছবি দেখা গেল। এরা কোন দলের তা জানা যায়নি। গণ্ডগোলের মধ্যে ভেসে আসে বোমার আওয়াজ। এক দুষ্কৃতী একটা কিছু ছুরে মারে এক জওয়ানকে লক্ষ করে। পাল্টা প্রত্যাঘাত করে আধা সেনার জওয়ানরা। রণে ভঙ্গ দেয় সশস্ত্র বুথ দখলকারীরা।