'কেন্দ্রীয় অনুদান দেখলেই দিদি-র না', 'দেশের সব জায়গায় লাগু হলেও এখানে হয় না'। কে জানে দিদি-র কী হয়- দিদিকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আয়ুষ্মান ভারত নিয়ে তীব্র আক্রমণ মোদীর। রাজ্যের স্বাস্থ্য বিমার সঙ্গে আয়ুষ্মান ভারত জুড়তেই পারে। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে অতিরিক্ত চিকিৎসার সুবিধা পাবে আম জনতা। কিন্তু তৃণমূল সরকার কোনটাই করেন না, অভিযোগ মোদীর।