দুই দফায় নির্বাচন রয়েছে উত্তর 24 পরগনায়। ১৭ এবং ২২ এপ্রিল সেখানে ভোট। সেখানে ভোটের প্রচারে যাচ্ছেন দুই তারকা। দেব এবং জয়া বচ্চন যাচ্ছেন সেখানে প্রচারে। তারই প্রস্তুতি চলছে এখন সেখানে। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে ব্যানার। সেই সঙ্গেই তৈরি হচ্ছে হেলিপ্যাডও। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তাই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সেখান থেকেই সড়কপথে দু'কিলোমিটার দূরে বারাসাত হেলাবটতলা সংলগ্ন মিলোনির মাঠে জনসভা করার কথা রয়েছে তাঁর।