নন্দীগ্রাম নিয়ে বাংলায় ছিল টানটান উত্তেজনা। মমতা বনাম শুভেন্দুর লড়াইয়ে হার হয় মমতার। মমতার হার মেনে নিতে পারছেন না তৃণমূল সমর্থকরা। রি-কাউন্টিং -এর দাবিও জানান তৃণমূল সমর্থকরা। সেই দাবিতেই অবস্থান বিক্ষোভ শুরু হয় হলদিয়ায়। এখনও চলছে সেই অবস্থান বিক্ষোভ। রি-কাউন্টিং না হলে এই বিক্ষোভ চলবে। এমনটাই সাফ জানিয়েদিলেন বিক্ষোভকারীরা।