ভোটের ময়দানে নজর কাড়ছেন রায়গঞ্জের রাজা, দুধের কন্টেনারে করলেন গেরুয়া রঙ

  • ভোটের ময়দানে নজর কাড়ছেন এক দুধ ব্যবসায়ী
  • রায়গঞ্জের ওই দুধ ব্যবসায়ীকে ঘিরে এখন হইচই অবস্থা
  • কারণ ওই দুধ ব্যবসায়ী দুধের কন্টেনারে লাগিয়েন গেরুয়া রঙ
  • প্রিয় দল বিজেপি-কে সমর্থন জানাতেই এই প্রচেষ্টা বলে জানিয়েছেন

'গরুর দুধে সোনা আছে' - সাম্প্রতিককালে বিজেপি নেতৃত্বের এই ধরনের উক্তিতে রাজ্য রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে। কিন্তু সেই ' গেরুয়া হাওয়া ' এবার  লেগেছে রায়গঞ্জ শহরের দুগ্ধ ব্যবসায়ীদের মধ্যে। আসন্ন নির্বাচনে মানুষের মধ্যে বিজেপির প্রতি ভালবাসা বৃদ্ধির উদ্দেশ্যে রায়গঞ্জ শহরের এক দুধ ব্যবসায়ী, তার দুধ বহন করার পাত্র গেরুয়া রঙ করে শহরের বিভিন্ন এলাকায় বিক্রি শুরু করেছেন। রাজা দত্ত  নামে ওই দুগ্ধ ব্যবসায়ী জানিয়েছেন, " প্রায় ১০ বছর ধরে আমি এই ব্যবসার সাথে যুক্ত রয়েছি।তখন ছিলো তৃণমূল কংগ্রেসের জমানা।দিদির প্রতিশ্রুতি শুনে আমিও তার কার্যত ফ্যান ছিলাম।তারই প্রতীক হিসেবে দুধের গ্রামগুলোতে নীল রঙ করেছিলাম।কিন্তু সম্প্রতি আমার মোহভঙ্গ হয়েছে। নিজের অজান্তেই আমি নরেন্দ্র মোদির ফ্যান হয়ে গিয়েছি।এবারের নির্বাচনে আমি চাই রাজ্যে বিজেপি জিতুক।গেরুয়াময় হয়ে যাক রাজ্য। রায়গঞ্জ শহর থেকে ৫ কিলোমিটার দূরে বরুয়া গ্রাম পঞ্চায়েতের মালগ্রাম এলাকার বাসিন্দা। বছর তিরিশের এই যুবক গত প্রায় দশ থেকে বারো বছর ধরে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মিষ্টির দোকান ও বাড়িতে গোরুর দুধ সরবরাহ করাকে পেশা বানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নিয়ে ব্যাঙ্গ করা হলেও বিজেপি তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। 

04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী