৩বার জয়ী জয়ের হ্যাট্রিক করেছেন রথীন ঘোষ। পরপর তিনবার নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। এবার পূর্ণমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা হয়েছে। তারপর থেকেই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন সকলে। মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের দিন সকাল থেকেই উৎসবের আমেজ। তাঁর বাড়ির চারপাশে চলল আবির খেলা থেকে রসগোল্লা বিতরণ। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হওয়ার কারণে ভার্চুয়ালি শপথ নেন তিনি। ভার্চুয়ালি ক্যাবিনেট মিটিংয়েও অংশ নেন তিনি।