তৃতীয় দফা নির্বাচনের আগে ভোটের প্রচারে মহাগুরু। জেলায় জেলায় চলছে তাঁর ভোটের প্রচার। এর আগেও তাঁর প্রচারে দেখা গিয়েছে অসংখ্য মানুষের ভিড়। শুক্রবার হুগলির পুরশুড়ায় ছিল তাঁর রোড শো। সেখানে তাঁর রোড শো ঘিরে দেখা যায় জনসমুদ্র। সেই জনসমুদ্র ঠেলেই এগিয়ে চলে তাঁর রোড শো। তাঁকে লক্ষ্য করে চলে সেখানে পুস্পবৃ্ষ্টি। সব মিলিয়ে মহাগুরুকে একবার দেখার জন্য যে মানুষের উৎসাহ কতটা তা বেশ বোঝা গিয়েছে।