একের পর এক বিধায়ক তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছেন। এবার দল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত। তাই নিয়েই একাধিক মন্তব্য ফিরহাদ হাকিমের। বললেন যারা ভিতু তারা দল ছেড়ে যাবে। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাচিয়ে ছিলেন শীলভাদ্রদা -কে। আর তিনিই আজ দল ছাড়লেন, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নেই। পাশাপাশি আসানসোল নিয়েও নানান তথ্য তুলে ধরলেন তিনি। আসানসোলের কথা বলতে গিয়েই ইঙ্গিত জিতেন্দ্র তিওয়ারিকে।