করোনা আবহে সবরকম সতর্কতা বিধি মেনে সকল জেলাবাসীকে ভোটদানের আহ্বান জানালেন জেলা রিটার্নিং অফিসার তথা উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। সাধারন মানুষকে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট দিতে বৃহস্পতিবার থেকে মাইকিংয়ের মাধ্যমে প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলায় আগামী ২২ এপ্রিল ৯ টি বিধানসভার ভোট রয়েছে। সাধারণ ভোটার থেকে এবারে যারা নতুন ভোট দেবেন তাদের জন্য ১৯৫০ টোল ফ্রি নম্বরে ভোটাধিকার সম্পর্কিত নানান সমস্যার সমাধান জানিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।