ফের প্রকাশ্যে এল তৃণমূলের গষ্ঠী দ্বন্দ্ব। এবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। ঘটনায় গুরুতর আহত দেবু বিশ্বাস। অভিযুক্ত টোটো ইউনিয়নের শ্রমিক নেতা তপন কুন্ডু কৃষ্ণনগর তৃণমূল জেলা কমিটির সহ-সভাপতি অসীম সাহার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ গ্রেপ্তার করে তপন কুন্ডু কে। ঘটনার খবর পেয়ে সেখানে যান কৌশানী মুখোপাধ্যায়। অভিযুক্তদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।