ফের অভিনব প্রচারে লকেট চট্টোপাধ্যায়। গরুর গাড়ি, সাইকেলের পর এবার লোকাল ট্রেনে। এমনকি হাতপাখায় হাওয়া খেতে খেতে নৌকায় করেও প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। এবার ট্রেনে করে ভোটের প্রচার করলেন লকেট। ব্যান্ডেল স্টেশন থেকে প্রচার শুরু হয় তাঁর। চুঁচুড়া অবধি তিনি যান লোকাল ট্রেনে। রীতিমতন ট্রেনের টিকিট কেটে ট্রেনে চেপেই চলে তাঁর প্রচার। ট্রেনের যাত্রীদের মধ্যে সংকল্প পত্রও বিলি করেন তিনি। প্রচারে তাঁর সঙ্গে ছিলেন মহিলা মোর্চার সদস্যরা।