১০ ই মার্চ -এর দুর্ঘটনার পর থেকেই হুইল চেয়ারে ঘুরতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সঙ্গেই বিভিন্ন সময় প্রচারে তাঁকে দেখা গিয়েছে প্লাস্টার করা পা নিয়ে। সেই মমতা বন্দ্য়োপাধ্যায়কেই দেখা যায় ভাঙা পা নিয়ে জাতীয় সঙ্গীত গাইতে। সেখানে দেখা যায় কারোর সাহায্য ছাড়াই দিব্যি দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছেন মমতা। ভিডিও প্রকাশ্য আসতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এই ঘটনা নিয়ে বিরোধীরা অবশ্য তাঁকে কটাক্ষ করতে পিছপা হয়নি। এরই মধ্যে তৃণমূল সুপ্রিমর আরও এক ভিডিও ভাইরাল হয়। সেখানে তাঁকে দেখা যায় ভাঙা পা দোলাচ্ছেন তিনি। তাঁর এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর আঘাত কতটা গুরুতর তা নিয়ে।