অবশেষে গরমের মাঝে স্বস্তির পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাস শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভবনা। রাজ্যের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং ঝারগ্রামে হালকা বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমান জেলাগুলিতেও বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রা বাড়ার তেমন সম্ভবনা নেই।