বাংলা উড়িষ্যা সীমান্ত দাঁতন থানার সোনাকোনিয়া তে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস মৃত ১ আহত ১২। উড়িষ্যা বাংলা সীমান্ত দাঁতন থানার সোনাকনিয়া তে মঙ্গলবার ভোররাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১ আহত ১২ জন যাত্রী।
বাংলা উড়িষ্যা সীমান্ত দাঁতন থানার সোনাকোনিয়া তে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস (bus accident) মৃত ১ আহত ১২। উড়িষ্যা বাংলা সীমান্ত দাঁতন থানার সোনাকনিয়াতে (Sonakenia) মঙ্গলবার ভোররাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১ আহত ১২ জন যাত্রী। জানা গেছে উড়িষ্যা থেকে কলকাতা গামী একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার ভোররাতে উড়িষ্যা থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাংলা উড়িষ্যা সীমান্ত দাঁতন থানার (Dantan police station) সনাকোনিয়া তে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি লরি কে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। আহত হয়েছে বাসের মধ্যে থাকা ১২ জন যাত্রী। যাদের উদ্ধার করে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভর্তি করে দাঁতন গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটি কে আটক করেছে দাঁতন থানা পুলিশ চালক পলাতক।