একশো নয় পার করেও ময়দানে অপরাজিত। না এটা কোনও ক্রিকেটার বা খেলার ময়দানের গল্প নয়। বাস্তব জীবনে একশো নয় বছর পার করার ঘটনা । নদীয়ার তেহট্ট থানার চাঁদেরঘাট মাঝেরপাড়া এলাকার বাসিন্দা অসতিপর বৃদ্ধ শ্যামাপদ মন্ডল। ছয় ছেলে, তিন মেয়ে সহ সাতাশ জন নাতি নাতনিদের নিয়ে ধুমধাম সহকারে একশো নয়তম জন্মদিন পালন করলেন। শ্যামাপদবাবুর পরিবারের লোকই শুধু নয়, সমগ্র গ্রামবাসী তার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সাধারণত যেভাবে আর পাঁচটা জন্মদিন পালন হয়, ঠিক একই ভাবে একশো নয় বছরের শ্যামাপদ বাবুরও জন্মদিন পালন করল তার পরিবার। কেক কাটা থেকে শুরু করে বাদ্যযন্ত্র, সবই মজুদ ছিল শ্যামাপদবাবুর জন্য। তার এক নাতি জানায়, শ্যামাপদবাবুর জন্ম হয় আজ থেকে একশো নয় বছর আগে বাংলায় ১৩১৭ বঙ্গাব্দে।