ফের তৃণমূল-বিজেপির সংঘর্ষ। তৃণমূল-বিজেপির সংঘর্ষে মৃত ২, আহত ৪। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির ঘটনা। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে।
ফের তৃণমূল-বিজেপির সংঘর্ষ। তৃণমূল-বিজেপির সংঘর্ষে মৃত ২, আহত ৪। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির ঘটনা। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে। মৃত দুই ব্যক্তি তৃণমূলের কর্মী। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভা বিজেপির দখলে। সেখানেই বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের এবং এই ঘটনায় আহত চারজন। সূত্রের খবর, মৃত দুই ব্যক্তি তৃণমূলের কর্মী। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে খেজুরির কামারদায়। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় বিজেপিরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও সেখানে বোমা বিস্ফোরণের খবরও উঠে আসছে সামনে। বোমা বাঁধতে গিয়েই সেখানে বিস্ফোরণ হয়ে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বোমা বাঁধার সময় এই বিস্ফোরণ হয় বলে দাবি খেজুরির বিধায়ক সান্তনু প্রামানিক-এর। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যেই খেজুরি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।