মা-বাবাকে হারিয়ে অনাথ ৩ শিশু। প্রতিবেশীরাই এখন দেখাশোনা করছে তাঁদের। সেই সঙ্গেই তাঁদের দেখাশোনা করছে তাদেরই এক মামা। ইসলামপুরের পোখরপাড়া গ্রামের এমনই এক ছবি উঠে এল। তিন শিশুকে নিয়ে চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা। দু'বেলা ঠিকমতো খাবারও জুটছেনা তাদের। তাদের এই অবস্থায় চোখের জল বাধ মানছে না প্রতিবেশীদেরও। সরকারি সাহায্যেরও আবেদন জানিয়েছেন। শিশুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান।