সিঙ্গুরে খুনের ঘটনার পুনরাবৃত্তি। এবার পারিবারিক বিবাদের জেরে কুপিয়ে খুন চন্ডীতলার নৈটি বাগানপাড়ায়। এখানে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে খুন।
সিঙ্গুরে খুনের ঘটনার পুনরাবৃত্তি। এবার পারিবারিক বিবাদের জেরে কুপিয়ে খুন চন্ডীতলার নৈটি বাগানপাড়ায়। এখানে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে খুন। ঘটনায় অভিযোগ উঠেছে তাদের এক আত্মীয়র বিরুদ্ধে। ঘটনাটি ঘটে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ঘটে। মৃতরা হলেন সঞ্জয় ঘোষ(৪২), তাঁর স্ত্রী মিতালি ঘোষ(৩৭) এবং তাঁদের মেয়ে শিল্পা ঘোষ(১৬)। ঘটনার পর থেকে পলাতক শ্রীকান্ত ঘোষ। তাঁর দাদা তপন ঘোষকে পুলিশ আটক করেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন এফএম রেডিওতে গান শোনার সময় অতর্কিতে সাবল ও চপার নিয়ে শ্রীকান্ত চড়াও হয় সঞ্জয়ের ওপর। নৃশংস ভাবে সাবল দিয়ে তাঁকে আঘাত করে গলায় চপার চালিয়ে দেয়। স্ত্রী মিতালি বারান্দায় তরকারি কাটছিলেন স্বামীকে ওই অবস্থায় দেখে তিনি ছুটে গেলে তাঁকেও হত্যা করে শ্রীকান্ত। মেয়ে শিল্পা সদ্য মাধ্যমিক পাস করেছে। এসব দেখে সে পালাতে যাচ্ছিল। তাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে কুপিয়ে দেয় শ্রীকান্ত। এদিকে চিৎকার চেঁচামেচির খবর পেয়েই এলাকার লোকজন ছুটে আসে। ততক্ষনে শ্রীকান্ত পালিয়ে গেছে। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে শ্রীকান্তদের বাড়িতে ইট ছোঁড়ে। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। শ্রীকান্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয় এলাকাবাসী।