ট্যাঙ্কারের পিছনে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই মৃত ৩। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল একটি ট্যাঙ্কার। ছোট একটি গাড়ি গিয়ে সজোরে ধাক্কা মারে ট্যাঙ্কারটিতে। প্রায় ২০ মিটার দূরে ছিটকে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, গুরুতর আহত গাড়ির চালক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়ে উদ্ধার করে ৩ জনের দেহ। গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।