রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ বঙ্গের একাধিক জয়গা। বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই বঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভবনা। পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভবনা গোটা বাংলায়। ১৮ জুন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভবনা। ১৭ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলো উত্তর দিনাজপুর জেলার দুই যুবক। ঘটনাটি ঘটেছে বিহারের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের বলদিহাট ঘাটে। বিজেপিতে বড়সড় ভাঙন। হরিশচন্দ্রপুরে এবার ৩০০ জন যোগ দিলেন তৃণমূলে। সেখানকার দুই পঞ্চায়েত সদস্য, যুব মোর্চার সভাপতি, পর্যবেক্ষক সহ ৩০০ জন যোগ দিলেন তৃণমূলে। শোগ্ল্যাক্সোবেবি কি নিজের পদবি ছেড়ে বন্দ্যোপাধ্যায় পদবি নিল নাকি? এমনই একটি টুইট করে শোভন চট্টোপাধ্যায়কে কটাক্ষ কুণাল ঘোষের। একদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সোশ্যালমিডিয়া প্রোফাইলে নাম জুড়ল শোভন চট্টোপাধ্যায়ের। অন্যদিকে একই দিনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের সমস্ত সম্পত্তি তুলে দিলেন শোভন চট্টোপাধ্যায়। কাঁচরাপাড়া কাঁপা মোড় থেকে উদ্ধার হল ৬ কোটি টাকার সাপের বিষ। এই ঘটনায় গ্রফতার করা হয়েছে মোট ৫জনকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। গত ২৪ ঘণ্টায় দেশে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। তবে দেশে কমেছে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ২০৮ জন।