ডুয়ার্সে গর্তে পড়ে মৃত্যু হল তিন মাসের এক হস্তি শাবকের। ডুয়ার্সের বানারহাটের বন্ধ ধরনীপুর চা বাগানের ২৪ নম্বর সেকসনে বুধবার রাত ১১ টার সময়ে একপাল হাতি চা বাগান দিয়ে যাওয়ার সময়ে ওই শাবকটি চা বাগানে খোঁড়া গর্তে পড়ে যায়। বুধবার রাত থেকে মা হাতি-সহ ওই হাতির পাল অনেক চেষ্টা করেও শাবকটিকে উদ্ধার করতে না পেরে উল্টে টানাটানি শুরু করে, যার ফলে তার শুঁড়ের অনেকখানি অংশ ছিড়ে যায়। বৃহস্পতিবার ভোররাতে মারা যায় শাবকটি।
বৃহস্পতিবার ভোর ৫ টা পর্যন্ত হাতির পাল মৃত শাবকের পাশেই দাঁড়িয়ে ছিল। পরে তারা ডায়নার জঙ্গলে ফিরে যায়। এরপর খুনিয়া রেঞ্জ এসে শাবকটিকে উদ্ধার করে।