প্রেমিকার বাড়ির সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিক। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরি এলাকায়। আক্রান্ত যুবকের নাম গণেশ পাত্র। সূত্রের খবর, গণেশ পাত্র নামে এই যুবকের সম্পর্ক ছিল তাঁর বাড়ি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে লোহাটিকরি এলাকার এক যুবতীর সঙ্গে। দীর্ঘ দিন ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল। আর সেই কারণেই এমন পরিণতি বলে অভিযোগ। ঘটনার দিন যুবতীর বাড়িতে যায় গণেশ। সেখানে গিয়ে কথা কাটাকাটি হয় তাঁর। তার পরেই যুবতীর বাড়ির সামনে গায়ে আগুন লাগায় যুবক। স্থানীয়রাই দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। পরে পুলিশ এসে উদ্ধার করে তাঁকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই নিখোঁজ যুবতী ও তাঁর পরিবার।