রায়গঞ্জ থানার মহারাজা এলাকার নাজিরপুর গ্রামে একটি নাম সংকীর্তন অনুষ্ঠান চলছিল। তার কাছেই মদের আসর বসিয়েছিল একদল যুবক। সেখানে বচসা শুরু হয় তাদের মধ্যে। পরে সেখানেই খুন হয় এক যুবক। শ্বাসরোধ করে খুন করা হয় ওই যুবককে। মৃত যুবকের নাম দেবাশীষ গুপ্ত ( ২৫)। মৃত যুবক দেবাশিষ গুপ্তের মায়ের অভিযোগ, রাতের অন্ধকারে গেটের তালা ভেঙে দেবাশীষকে তুলে নিয়ে যায় দুস্কৃতীরা। গ্রামেরই এক জায়গায় মদের আসরে তাঁকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে দুস্কৃতীরা। শনিবার সকালে নাজিরপুর গ্রামে একটি মদের আসর থেকে উদ্ধার হয় দেবাশীষের মৃতদেহ। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।