কবাডি খেলতে খেলতেই মর্মান্তিক পরিণতি, শিলিগুড়ির স্কুলে মৃত ছাত্র, দেখুন ভিডিও

  • শিলিগুড়ির বেসরকারি স্কুলের ঘটনা
  • কবাডি খেলার মাঝেই অসুস্থ হয়ে মৃত্যু ছাত্রের
     

স্কুলের মধ্য়েই কবাডি খেলতে গিয়ে মৃত্যু হল  অষ্টম শ্রেণির এক ছাত্রের। শুক্রবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। মৃত ছাত্রের নাম সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়। স্কুল কর্তৃপক্ষের দাবি, কবাডি খেলতে খেলতে হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই ছাত্র। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সৌম্যদীপকে মৃত বলে ঘোষণা করেন। সন্তান হারানোর শোকে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছে মৃত ছাত্রের পরিবার। শোকের ছায়া নেমে আসে সৌম্যদীপের স্কুলেও। 

শিলিগুড়ির সেবক রোড এলাকার বাসিন্দা ছিল সৌম্যদীপ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও আগ্রহ ছিল তার। এ দিনও অফ পিরিয়ডে বন্ধুদের সঙ্গে খেলায় মেতেছিল সে। খেলা চলাকালীন আচমকাই মাঠের মধ্যে পড়ে যায় সৌম্যদীপ। এর পরেই মুখ দিয়ে গ্যাজলা বেরতে থাকে ওই ছাত্রের। স্কুলের গাড়িতেই দ্রুত তাকে কাছাকাছি একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। স্কুলের তরফে সেলিম জন সাদিক বলেন, 'খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এদিন।  ছাত্রটিকে বাঁচানোর সব চেষ্টাই করা হয়েছিল। কয়েক মিনিটের মধ্যে তাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। আমরা প্রথমে ভেবেছিলাম মৃগীতে আক্রান্ত হয়েছে সৌম্যদীপ। ওর পরিবারকেও খবর দেওয়া হয়। কিন্তু নার্সিংহোমে নিয়ে আসার পরেই চিকিৎসকরা ওকে মৃত বলে ঘোষণা করেন।' স্কুল কর্তৃপক্ষের দাবি, খেলার সময় কারও সঙ্গে কোনও সংঘর্ষ বা আঘাতও লাগেনি ওই ছাত্রের। হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়ে যায় সে। 

04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী