স্কুলের মধ্য়েই কবাডি খেলতে গিয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। শুক্রবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। মৃত ছাত্রের নাম সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়। স্কুল কর্তৃপক্ষের দাবি, কবাডি খেলতে খেলতে হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই ছাত্র। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সৌম্যদীপকে মৃত বলে ঘোষণা করেন। সন্তান হারানোর শোকে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছে মৃত ছাত্রের পরিবার। শোকের ছায়া নেমে আসে সৌম্যদীপের স্কুলেও।
শিলিগুড়ির সেবক রোড এলাকার বাসিন্দা ছিল সৌম্যদীপ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও আগ্রহ ছিল তার। এ দিনও অফ পিরিয়ডে বন্ধুদের সঙ্গে খেলায় মেতেছিল সে। খেলা চলাকালীন আচমকাই মাঠের মধ্যে পড়ে যায় সৌম্যদীপ। এর পরেই মুখ দিয়ে গ্যাজলা বেরতে থাকে ওই ছাত্রের। স্কুলের গাড়িতেই দ্রুত তাকে কাছাকাছি একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। স্কুলের তরফে সেলিম জন সাদিক বলেন, 'খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এদিন। ছাত্রটিকে বাঁচানোর সব চেষ্টাই করা হয়েছিল। কয়েক মিনিটের মধ্যে তাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। আমরা প্রথমে ভেবেছিলাম মৃগীতে আক্রান্ত হয়েছে সৌম্যদীপ। ওর পরিবারকেও খবর দেওয়া হয়। কিন্তু নার্সিংহোমে নিয়ে আসার পরেই চিকিৎসকরা ওকে মৃত বলে ঘোষণা করেন।' স্কুল কর্তৃপক্ষের দাবি, খেলার সময় কারও সঙ্গে কোনও সংঘর্ষ বা আঘাতও লাগেনি ওই ছাত্রের। হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়ে যায় সে।