ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। নন্দীগ্রামের ভোট পরবর্তী বিজেপি কর্মীদের ওপর হামলা ও দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে। মহিলাদের উপর অত্যাচারেরও অভিযোগ ওঠে। বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক -এর দপ্তরে জানানো হয়েছিল। তারই তদন্ত করতে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদল নন্দীগ্রামে গিয়েছেন। নন্দীগ্রামের হরিপুরে হেলিপ্যাড ময়দানে তারা নামেন। সেখান থেকেই তারা নন্দীগ্রামের আক্রান্তদের বাড়ি ঘুরে দেখবেন বলে জানিয়েছেন। তারপর স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্ট পাঠাবেন তাঁরা।