নরবলি দিয়ে শুরু হয় পুজো, ৫১২ বছরের পুরনো এই দুর্গা পুজোর পাটা পুজো হয় জন্মষ্টমীর পরের দিনই

করোনা আবহের মাঝেই বেজে গিয়েছে পুজোর বাদ্যি। শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। প্রতি বছরের মত এবছরও পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে।  ৫১২ বছরের পুরনো এই পুজো। জন্মাষ্টমীর পর দিনই পুরনো রীতি মেনে সকালে কাঠামোপুজা হয় সেখানে তারপর শুরু হয় নান্দোৎসব তথা  কাদা খেলা। বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজোর ইতিহাসে নরবলির কথা শোনা যায়। রাজপরিবারের সদস্যরা শিকারে গিয়ে দুর্গা পুজোর সুচনা করেন নিজেদের এক সঙ্গীকে নরবলি দিয়ে। সেই থেকে প্রতিমার গায়ের রঙ তপ্ত কাঞ্চন বর্ণা। কালিকাপুরাণ মতে সেখানে পুজা হয়। এখন সেখানে চালের মন্ড দিয়ে মানুষের প্রতিকৃতি বানিয়েই প্রতিকী নরবলি দেওয়ার হয়। পুজোর সময় দূর দূরান্ত থেকে মানুষ সেখানে ভিড় জমায় তবে করোনা আবহে গত বছরের পর এবছরও সেখানে করোনা বিধি মেনেই পুজো হবে। এবারও গতবছরের মতো পুজো নিয়ম রীতি মেনে হলেও করোনার কথা মাথায় রেখে ভিড় সামাল দিতে মন্ডপের সামনে থাকবে বাঁশের ব্যারিকেড। করোনা আবহের মাঝেই তবে এখন পুজো আসার অপেক্ষায় দিন গুনছে আপামোর বাঙালি।
 

করোনা আবহের মাঝেই বেজে গিয়েছে পুজোর বাদ্যি। শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। প্রতি বছরের মত এবছরও পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে।  ৫১২ বছরের পুরনো এই পুজো। জন্মাষ্টমীর পর দিনই পুরনো রীতি মেনে সকালে কাঠামোপুজা হয় সেখানে তারপর শুরু হয় নান্দোৎসব তথা  কাদা খেলা। বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজোর ইতিহাসে নরবলির কথা শোনা যায়। রাজপরিবারের সদস্যরা শিকারে গিয়ে দুর্গা পুজোর সুচনা করেন নিজেদের এক সঙ্গীকে নরবলি দিয়ে। সেই থেকে প্রতিমার গায়ের রঙ তপ্ত কাঞ্চন বর্ণা। কালিকাপুরাণ মতে সেখানে পুজা হয়। এখন সেখানে চালের মন্ড দিয়ে মানুষের প্রতিকৃতি বানিয়েই প্রতিকী নরবলি দেওয়ার হয়। পুজোর সময় দূর দূরান্ত থেকে মানুষ সেখানে ভিড় জমায় তবে করোনা আবহে গত বছরের পর এবছরও সেখানে করোনা বিধি মেনেই পুজো হবে। এবারও গতবছরের মতো পুজো নিয়ম রীতি মেনে হলেও করোনার কথা মাথায় রেখে ভিড় সামাল দিতে মন্ডপের সামনে থাকবে বাঁশের ব্যারিকেড। করোনা আবহের মাঝেই তবে এখন পুজো আসার অপেক্ষায় দিন গুনছে আপামোর বাঙালি।
 

03:10Suri Police : পুলিশের উর্দিতে হাত! বীরভূমে তৃণমূল কর্মীকে কড়া ডোজ দিল পুলিশ03:44সরস্বতী পুজো করতে চাওয়ায় প্রধান শিক্ষককে প্রকাশ্যে হুমকি, বাংলাদেশ নয় খোদ নদীয়ায় ঘটল এমন ঘটনা06:23রেড রোডে রোবট কুকুর 'সঞ্জয়'-এর দাপট! সেনা প্যারেডে নতুন যুগের সূচনা04:04Suvendu Adhikari : ফিরবেন হাসিনা, হবে বৈধ সরকার! শুভেন্দুর মন্তব্যে চরম ইঙ্গিত02:59Nadia : নবগ্রামে হরিনাম আসরে বিশৃঙ্খলা! মঞ্চে ভাঙচুরের ঘটনায় তোলপাড়02:32কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু02:48মালদার রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে02:02চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার, রাজ্যের মুখে ঝামা!02:28‘মোদী আর মমতা হিন্দু মুসলিম ভোট ভাগ করে নিতে চান!’ একযোগে তুলোধোনা অধীর রঞ্জন চৌধুরীর03:51হাইকোর্টে কি হল? চরম শাস্তির দাবী থেকে সরে গেল অভয়ার পরিবার! কেন? দেখুন